Wed. Mar 3rd, 2021

বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

ডেইলি বিডি নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি… রাজিউন)। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে আজ ভোরে এ দুঃসংবাদ জানান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিএনপির এই সিনিয়র নেতার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত ৬ই সেপ্টেম্বর হান্নান শাহ তার ডিওএইচএস এর বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১১ই সেপ্টেম্বর তাকে এয়ার এম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।