Wed. Mar 3rd, 2021

গাজীপুরে নিহত ৭ জঙ্গির ৩ জনের পরিচয় মিলেছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে নিহত ৭ জঙ্গির মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে।

তিনজন হলেন- ঢাকার বংশাল থানার ৫৪ নং পুরানা মোগলটলির আজিম উদ্দিনের ছেলে ইব্রাহীম বিন আজিম (১৯), সিরাজগঞ্জে ফরিদুল ইসলাম আকাশ (২২) ও সিলেট ছাতকের সাইফুল ইসলাম (২০)।

১১ অক্টোবর মঙ্গলবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এসময় নিহত সন্দেহভাজন জঙ্গি ইব্রাহিম বিন আজিমের বাবা আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর শনিবার নোয়াগাঁও পাতারটেক এলাকায় দুই তলা একটি বাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালায়। এতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত তিন জনের পরিচয় জানা গেছে।