Sun. Mar 7th, 2021

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

ডেইলি বিডি নিউজঃ সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আসন্ন পৌর নির্বাচন নিয়ে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।

স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন, বৈঠকের আলোচনায় দলের পুনর্গঠন প্রক্রিয়াসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় বেশি গুরুত্ব পাবে। পাশাপাশি পৌর নির্বাচনের বিষয়টিও থাকবে।

সবশেষ গত বছরের ১৩ নভেম্বর স্থায়ী কমিটির সঙ্গে বসেছিলেন বিএনপিপ্রধান। তবে লন্ডনে চিকিৎসা শেষে নভেম্বরে দেশে ফেরার পর গত ১২ ডিসেম্বর স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া।

বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে খালেদা জিয়া ছাড়াও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।