Sun. Apr 11th, 2021

১০ দিন হোটেলে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ

ডেইলি বিডি নিউজঃ নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ১০ দিন ধরে আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় উশৈসিং মারমা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।

গতকাল শুক্রবার জেলা শহরের বাসস্টেশন এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। উপজেলার তারাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘেরাউ মুখপাড়ার বাসিন্দা অংশৈনু মারমার ছেলে উশৈসিং।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল রোয়াংছড়ি উপজেলার একটি স্কুলে পড়ালেখার জন্য ছোট ভাইসহ ওই মেয়েকে বাসা ভাড়া করে দেয় তাদের বাবা। ওই দিন রাতেই তার বাবাকে বোন নিখোঁজের বিষয়টি জানায় ভুক্তভোগীর ছোট ভাই।

জানা গেছে, ওই ছাত্রীকে অপহরণ করে রোয়াংছড়ি উপজেলা থেকে বান্দরবান সদরে নিয়ে আসে উশৈসিং মারমা। এরপর শহরের আবাসিক হোটেল মাস্টার গেস্টহাউসে রুম নেয়। সেখানে কর্মরত ছোট ভাই থোয়াইহ্লাচিং মারমার সহযোগিতায় বিনামূল্যে থাকার সুযোগ পায় উশৈসিং মারমা।

ওই হোটেলে পাঁচ দিন থাকার পর স্থান পরিবর্তন করে বান্দরবানের অন্য আরেকটি আবাসিক হোটেলে ওঠে।
ওই ছাত্রীর বাবা জানান, মেয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে ওই দিন রাতেই আমার ছোট ছেলে মোবাইল ফোনে জানায়। পরে অনেক খোঁজাখুজি করেও আমার মেয়েকে খুঁজে পায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ধর্ষকসহ ভুক্তভোগীকে থানায় নিয়ে আসা হয়। উশৈসিং মারমার বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের মামলা হয়েছে।