Sun. Mar 29th, 2020

সিলেট আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

ডেইলি বিডি নিউজঃ সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এটি অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এটি সিলেটবাসীর জন্য সুখবর। এই সুখবরের সাথে নতুন করে আরেকটি যোগ হয়েছে।

প্রধানমন্ত্রীর আগেই সিলেট সফরে আসার কথা রয়েছে আমাদের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের। তিনিও আসবেন একটি পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে।

সিলেট ক্যাডেট কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদকে।

সাবেক ক্যাডেটদের সংগঠন ওকাস’র সভাপতি মো. শাহনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাহনুর আলম জানান, রাষ্ট্রপতি ২৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। চারবছর পর আয়োজিত এই মিলনমেলায় সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন।

তিন দিনের এই উৎসবে থাকছে স্মৃতিচারণ, নবীন ও সাবেক ক্যাডেটদের প্যারেডসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।