Mon. Jan 27th, 2020

ব্রিটিশ আমলের তৈরী সিলেটের রেলব্রিজগুলো সংস্কার দরকার: পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি বিডি নিউজঃ ব্রিটিশ আমলে নির্মিত সিলেটের রেলওয়ে ব্রিজ গুলো ভঙ্গুর অবস্থায় আছে। এগুলো সংস্কার দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার সংসদ ভবনের সাংবাদিব লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন- কুলাউড়ার বরমচালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং খোঁজখবর নেয়ার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আহতদের ভালো সার্ভিস দিচ্ছে। আমি কিছুক্ষণ পরপরই তাদের খোঁজ রাখছি।