Sat. Feb 27th, 2021

দুই নেতাকে বহিষ্কার করলো সিলেট জেলা বিএনপি

ডেইলি বিডি নিউজঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটে দুই বিএনপি নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই দুই নেতা সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌর বিএনপি’র দায়িত্বে ছিলেন।

বহিষ্কৃতরা হচ্ছেন গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির ও জকিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন। জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হকের অনুমোদনক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে।

তাদেরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ। ওই দুই পৌরসভায় নেতৃবৃন্দ জেলা বিএনপির কাছে দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ধরেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা বিএনপি তাদের বহিস্কার করে বলে জানিয়েছেন আলী আহমদ।