Fri. Mar 5th, 2021

সিলেটে বিশপকে হত্যার হুমকি আইজিএমবির

ডেইলি বিডি নিউজঃ সিলেট খ্রিস্টান বিশপ ভবনের বিশপ বিজয় ডি ক্রোজ ওএমআইকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি।

এ ঘটনায় বিশপ বিজয় ডি ক্রোজ সিলেট শাহ্পরান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শাহ্পরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, খ্রিস্টানদের সিলেট বিভাগীয় বিশপ সদর উপজেলার খাদিমপাড়ার সুরমা গেইটের বিশপ ভবনে বিজয় ডি ক্রোজ ওএমআই বসবাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)। জঙ্গি সংগঠনের হুমকিদাতাদের আটক করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।