Tue. Sep 22nd, 2020

শাহজালালের মাজার জিয়ারতে রাষ্ট্রপতি

ডেইলি বিডি নিউজঃ সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি । এরপর তিনি হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

আজ বুধবার বেলা ১২টা ৩২ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে পৌণে ১২টার দিকে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন রাষ্ট্রপতি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এদিকে মহামান্য রাষ্ট্রপতির অপেক্ষায় রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে অংশ নেওয়া সহস্রাধিক ডিগ্রীধারীরা। বিকাল ৩টায় রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে।