Sun. Sep 20th, 2020

দুইদিনের সফরে মঙ্গলবার সিলেট আসছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ডেইলি বিডি নিউজঃ দুইদিনের সফরে মঙ্গলবার (১৪জানুয়ারি) সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বেলা পোনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন তিনি।

মঙ্গল ও বুধবার সিলেটে অবস্হান কালে বর্ষিয়ান এই নেতা সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহন করবেন।বৃহস্পতিবার দুপুরে বিমানে তিনি ঢাকার উদ্দেশ্যে ফেরার কথা রয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের ব্যাক্তিগত কর্মকর্তা কিশোর ভট্রাচার্জ জনি।