Sat. Sep 19th, 2020

সিলেট সরকারী হাইস্কুলে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক’র কমিটি গঠন

ডেইলি বিডি নিউজঃ সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে এবং অন্যকে বাঁচানোর লক্ষ্যে ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ এই স্লোগানকে সামনে নিয়ে মঙ্গলবার ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) এর সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার নিকুলিন চাকমা, (ট্রাফিক-দক্ষিণ) ও সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের।

সভায় সকলের উপস্থিতিতে ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস হাফসা কে সভাপতি ও ১০ম শ্রেণীর ছাত্র আহমদ জাকারিয়া সামিকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি