Fri. Jul 3rd, 2020

সিলেট কেন্দ্রীয় কারাগার পরির্দশনে সাবেক অর্থমন্ত্রী মুহিত

ডেইলি বিডি নিউজঃ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে তিনি বাদাঘাট কারাগার পরির্দশনে গেলে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান জেলার মো. মুজিবুর রহমান।

পরে তিনি কারাগারের ভেতরে প্রবেশ করে জেলারের কক্ষে বসে সংশ্লিষ্টদের সাথে কিছু সময় কাটান। এসময় তিনি জেলখানার বন্দিদের খোঁজখবর নেন।

এসময় তার সাথে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত, চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।