Sun. Mar 29th, 2020

সন্ধ্যার পর সিলেটে মার্কেট বন্ধ ঘোষণা

ডেইলি বিডি নিউজঃ সিলেটে করোনাভাইরাস ঠেকাতে সন্ধ্যার পর মার্কেটগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। তবে ঔষধ,নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং খাবার দোকান এই নির্দেশনার আওতা মুক্ত থাকবে।

রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, এমনিতে শ্রম আইন অনুযায়ী রাত ৮টা পর দোকানপাট বন্ধ থাকার কথা বলা আছে আমরা সেটাকে একটু এগিয়ে এনেছি অর্থাৎ সুর্যাস্তের সাথে সাথে মার্কেটগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় এটা অত্যন্ত জরুরি।

তিনি জানান, জেলা প্রশাসন থেকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।