Sun. Mar 29th, 2020

ভয় পাবেন না,কেউ না থাকলেও আমরা আছি আপনার পাশে

ডেইলি বিডি নিউজঃ অনেকক্ষেত্রে ক্রাইসিস মুহূর্তে আপনজনও কাছে থাকেনা,পরিবারের লোকজনও ঝুঁকি নেননা।

কেউ যখন চরম দূর্যোগে পতিত হয় তখন এদের ছাড়া কাউকে পাশে পাওয়া যায় না। সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে ক্ষত বিক্ষত বেওয়ারিশ লাশ যখন রাস্তায় পড়ে থাকে, এই বাহিনী তখন লাশের পক্ষে মামলা দায়ের করে। লাশ দাফনের ব্যবস্হা করে। নদীতে ভেসে যাওয়া বেওয়ারিশ পচা- গলা লাশ যখন নদীতে পড়ে থাকে এই বাহিনীই তখন লাশের সুরতহাল প্রস্তুত করে, লাশের পক্ষে মামলা দায়ের করে। লাশ দাফনের ব্যবস্থা করে।
ছবিটি সিলেটের মানিক পীর কবর স্থান থেকে তোলা। লন্ডন থেকে আসা সম্মানিত এক মহিলা যিনি করোনা ভাইরাস আক্রান্ত সন্দিগ্ধ হিসেবে মৃত্যু বরন করেছেন। পাশে নেই কোন পরিবার-পরিজন ও স্বজন। অকুতোভয় সৈনিকের মতো আছে সিলেট মেট্রোপলিটন পুলিশ কতিপয় সদস্যরা। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ডাক্তার বৃন্দদেরও, যারা রাত-দিন জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করছেন।

প্রতিটি দূর্যোগের মুহূর্তে জীবন ঝুঁকি নিয়ে কাজ করে বাংলাদেশ পুলিশের সকল সদস্য-যে বাহিনী কোনদিনও দায়িত্বপালনে পিছপা হয়নি।

অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও স্যালুট জানাই এই সমস্ত বীর পুলিশ সদস্যদের যারা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে।

আল্লাহ মৃতকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।

আসুন সবাই সর্তক হই,
করোনা ( কোভিড-১৯) সর্তকতা মেনে চলি।
আতংক নয়, দরকার সচেতনতা ও সর্তকতা।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এসএমপি,সিলেট কন্ট্রোল রুম (০৮২১-৭১৬৯৬৮, ০১৭১৩-৩৭৪৩৭৫) ২৪ ঘন্টা খোলা থাকে। অথবা ৯৯৯ নম্বরে।
আমরা আছি আপনার পাশে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট।