Mon. Jun 1st, 2020

চিকিৎসারগ জন্য বরাদ্দ টাকা মানবসেবায় বিতরণ করলেন জাকারিয়া সায়মন

এম. এ ওয়াহিদ চৌধুরীঃ তরুণ সংগঠক ও সমাজকর্মী, দি রুপক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যার মধ্যে রয়েছে দেশপ্রেম, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ এমন একটি তরুণের নাম হলো এম জাকারিয়া সায়মন। সে নিজেই অসুস্থ এবং মরণব্যাধি ক্যান্সার ও লিভার সমস্যায় আক্রান্ত দীর্ঘদিন থেকে, তবুও মনের টানে মানবিক দায়িত্য মনে করে ছুটে এসেছেন কিছু কান্না জড়িত মানুষের মূখে হাসি ফুটাতে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,নোবেল করোনা ভাইরাস ১৯ এর বিশ্ব মহামারীর এই ক্লান্তিলগ্নে সিলেটের কিছু পরিচিত মধ্যবৃত্ত /নিম্নমধ্যবিত্ত এমন ৩৬ টা পরিবার কে ৩০০০ হাজার টাকা করে মোট ১,০৮০০০ হাজার টাকা বিতরণ করেন।

যেই টাকার পুরোটাই তার নিজের চিকিৎসার জন্য বরাদ্দকৃত ছিলো।

এমন কি তাতেই ক্রান্ত হননি তিনি। মনুষ্যত্বের তাগিদে ঘরে বসে থাকতে না পেরে গত ৩ দিনে সবার অজান্তেই রাতের আদারে প্রায় ৩৬০ জন ছিন্নমূল সুবিধাবঞ্চিত ভবঘুরে মানুষের কাছে পৌছে দেন খাদ্য সামগ্রী।
আর যা পুরোটাই ছিলো লোকচক্ষুর আড়ালে ক্ষুধার্ত মানুষ গুলোর মুখে হাসি ফোটানোর প্রয়াস।

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করার। আর সেটাই করে চলেছেন এই দূর্যোগ মুহুর্তে ও।

রাষ্ট্র ঘোষিত লকডাউনে অনাহারে যাতে কেউ কষ্ট না পায় তার জন্য তিনি বিশেষ করে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।