Thu. Jun 4th, 2020

করোনায় আক্রান্ত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাদেল

ডেইলি বিডি নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) তার শরীরে করোনা শনাক্ত হয়।

তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিন থেকে শরীরে জ্বর, কাশি দেখা দেয়। করোনা ভাইরাসের এমন ‍উপসর্গ দেখা দিলে তিনি গতকাল করোনা পরীক্ষা করান। রিপোর্টে পজিটিভ আসে।

তিনি শারিরীক ভাবে সুস্থ রয়েছেন। সিলেট ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাদেল।

এদিকে শফিউল আলম চৌধুরী নাদেল করোনা মহামারির শুরু থেকে অসহায়, দরিদ্র, কর্মহীন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।