Thu. Jun 4th, 2020

ঈদের ছড়া

ঈদের ছড়া
____/মুহাম্মদ লুৎফুর রহমান

দূর গগনে চাঁদ উঠেছে
রাত পোহালে ঈদ,
ভোর বেলাতে উঠবে খোকা
জিদ করেছে জিদ।

ঈদের জামাত হবেনা হয়তো
করোনা হলো দায়
করোনা গ্রাসে বিশ্ববাসী
ভীষণ নিরুপায়।

নতুন জামা নতুন জুতো
পরতে মা’গো ইচ্ছে হয়,
করোনা ভয়ে ঈদগাহ্ বন্ধ
ভাবতে ভীষণ কষ্ট হয়!

কিন্তু মা’গো এমন দিনও
ক্ষুধার্ত আর বস্ত্রহারা
অগণিত মানুষজন,
তাদের ব্যথায় ব্যথিত মা’গো
আমার এই ছোট্ট মন।

ঈদ যেনো মা তাদের জন্য
খুশির ন্যায় হাজির হয়,
আবার যখন গগন পানে
নতুন চাঁদের উদয় হয়।