Wed. May 27th, 2020

সিলেটে আরো ১৮ জনের করোনা শনাক্ত

ডেইলি বিডি নিউজঃ সিলেট জেলায় আরো ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের কোভিড ল্যাবে শনিবার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও গোলাপগঞ্জসহ আরো কিছু এলাকার বাসিন্দা রয়েছেন। প্রসঙ্গত, শনিবার সকাল পর্যন্ত সিলেট জেলায় ২৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন ১৮ জন মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯২ জনের।