Fri. Jul 3rd, 2020

আজ সিলেট জেলায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ ৪২ জন আক্রান্ত

ডেইলি বিডি নিউজঃ সিলেট জেলায় ডাক্তার-ব্যাংকার- সাংবাদি, ও পুলিশসহ নতুন করে আরও ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৭ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, গোলাগঞ্জে তিনজন, জকিগঞ্জে চারজন, জৈন্তাপুরে ৬ জন, কানাইঘাটে দুজন, ফেঞ্চুগঞ্জে ১ জন এবং ওসমানীনগরে দুইজন। এদের মধ্যে দুজন চিকিৎসক, তিনজন পুলিশ, একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।