Wed. Jul 8th, 2020

সাংবাদিক ইকবাল মাহমুদ করোনায় আক্রান্ত

ডেইলি বিডি নিউজঃ সিলেটে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের আক্রান্তের খবরটি ছড়িয়ে পড়েছে । বর্তমানে তারা প্রত্যেকে সামাজিক বিধি-নিষেধ মেনে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

খবর নিয়ে জানা গেছে, আক্রান্তের তালিকায় আছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার মাধব কর্মকার, যমুনা টিভির ক্যামেরা পার্সন নিরানন্দ পাল এবং দৈনিক সবুজ সিলেটের সাবেক স্টাফ রিপোর্টার আবুল হোসেন।

হোম কোয়ারাইন্টাইনে থাকা সাংবাদিক ইকবাল মাহমুদ জানান, তিনি বাসায় অবস্থান করছেন এবং এখন পর্যন্ত ভাল আছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।