Sat. Sep 19th, 2020

প্রধান মন্ত্রীর আদরের ধনঃ এম. এ ওয়াহিদ চৌধুরী

প্রধান মন্ত্রীর আদরের ধন
এম. এ ওয়াহিদ চৌধুরী

কাঁদছে আকাশ কাঁদছে বাতাস
সিলেট তথা বাংলাদেশ
বিদায় নিলেন জনতার কামরান
শোক সাগরে ভাসছে দেশ।
প্রধান মন্ত্রীর আদরের ধন
সাবেক মেয়র কামরান
সিলেটবাসীর মাটি ও মানুষ
সবাই ছিলো তাঁর প্রাণ।
আসবেনা জানি আর কোনদিন
লক্ষ জনের ভিড়ে
প্রাণের নেতা আর পাবো না
সিলেট বাসী ফিরে।
রাজপথে যার মিছিল ছিলো
নগরীর অলি গলি
পনেরই জুন বিদায় নিয়ে
গেলেন তিনি চলি।
বন্ধর পয়েন্টে কামরান চত্ত্বর
সর্ব লোকের আশা
কামরান ছিলেন নগরবাসীর
প্রাণের ভালোবাসা।
পরপারে চলে গেলেন
দোয়া চাই তবু
জান্নাতবাসী করো তাঁকে
ওগো মোর প্রভূ।
লেখকঃ সম্পাদক নিউজ এ টুয়েন্টিফোর ডটকম।