Fri. Jul 10th, 2020

রোববার ওসমানীর ল্যাবে সিলেটের ৭১ জন করোনা শনাক্ত

ডেইলি বিডি নিউজঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর রোববার আরো ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার (২৮জুন) রাতে সিলেট প্রতিদিনকে এই তথ্য জানান। আক্রান্ত ৭১ জনই সিলেট জেলার বাসিন্দা।

আজ রবিবার (২৮ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২ হাজার ২৫০ জন, সুনামগঞ্জে ৯৫০ জন, হবিগঞ্জে ৫৩৮ জন ও মৌলভীবাজারে ৪১৪ জন।

এর আগে ২৭ জুন শনিবার ওসমানীর পিসিআর ল্যাব থেকে ২৭৫ টি নমুনা পরীক্ষার পর সিলেটের ১০৭ জনের রিপোর্ট করোনা রিপোর্ট পজেটিভ আসে।