Thu. Jul 9th, 2020

সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন জাবেদ পাটোয়ারী

ডেইলি বিডি নিউজঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে সরকার।

আজ সোমবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতের দায়িত্ব চালিয়ে আসা গোলাম মসীহের স্থলাভিষিক্ত হচ্ছেন জাবেদ পাটোয়ারী।

মোহাম্মদ জাভেদ পাটোয়ারী ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পুলিশ ক্যাডারের সদস্য হিসাবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি ২০২০ সালের এপ্রিলে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আগে দু’বছরেরও বেশি সময় ধরে তিনি পুলিশ মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ক্রোয়েশিয়া, সিয়েরা লিওন, কসোভো এবং সুদানের জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসাবে দায়িত্ব পালন করেছেন।