Main Menu

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার

ডেইলি বিডি নিউজঃ প্রবাসীদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। এজন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না বলে জানা গেছে।

আজ সোমবার (৬ জুলাই) এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এজন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। যারা দেশটিতে আছেন বা যারা দেশটির বাইরে রয়েছেন তাদের সবারই ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে।

আব্দুল মোমেন বলেন, আমাদের সঙ্গে যখন এসব দেশের মন্ত্রীদের আলাপ হয়েছিল তখন তারা অঙ্গীকার করেছিলেন, করোনা ভাইরাসের কারণে ভিসার বা ইকামার কোনো সমস্যা হবে না। এখন নতুন করে ঘোষণা দিয়েছেন সৌদি সরকার। এতে আমরা খুব খুশি।


Related News

Comments are Closed