Sun. Aug 9th, 2020

স্পেনকে শ্রমিক নেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

ডেইলি বিডি নিউজঃ স্পেনে কৃষিখাতে মৌসুমভিত্তিক শ্রমিকের চাহিদা বাংলাদেশি শ্রমিকদের দিয়ে মেটানোর অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (২০ জুলাই) স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস গিমেনেজ দে আজকারাতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান।

মোমেন বলেন, বাংলাদেশের শ্রমিকদের এ বিষয়ে দক্ষতা রয়েছে।

রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, কোভিড-১৯ এর কারণে স্পেনে অনেকে মারা গেছে। তাদের পর্যটন খাত বিপর্যয়ের সম্মুখিন এবং অনেকে চাকরি হারিয়েছে। গ্রীষ্মকালে কৃষিখাতে তাদের মৌসুমি শ্রমিকেরও প্রয়োজন রয়েছে।

মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৬৫ লাখ পিপিই রফতানি করেছে। এছাড়া রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইনসহ অন্যান্য ওষুধ বিভিন্ন দেশে রফতানি করেছে। বাংলাদেশ থেকে পিপিই বা ওষুধ আমদানির বিষয়টি স্পেনকে বিবেচনায় নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।

মাদ্রিদে ২০১৯ এর ডিসেম্বরে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা বৈঠকে উল্লেখ করেন মন্ত্রী। শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে উভয়ই একমত পোষণ করেন।