Sat. Aug 8th, 2020

করোনায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার অাবু জাহেদের মৃত্যু

ডেইলি বিডি নিউজঃ করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।

রবিবার দুপুর ১টায় ঢাকায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মেহেরপুর জেলার বাসিন্দা, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবু জাহিদ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান জানান, মো. আবু জাহিদ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। দুপুর ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।