Sat. Sep 19th, 2020

বিস্ফোরণে ধূলিসাৎ বৈরুতের অর্ধেক, ঘরহারা ৩ লাখ

ডেইলি বিডি নিউজঃ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর মারওয়ান আবৌদ। এ দুর্ঘটনায় বৈরুতের অন্তত তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার রাতে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে এ পর্যন্ত শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন চার হাজারেরও বেশি। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর আবৌদ।

বিধ্বস্ত বন্দর এলাকায় এখনও কিছু কিছু জায়গায় ধোয়া উড়তে দেখা গেছে। নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন বহু মানুষ।

বৈরুতের হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থান সংকটের কারণে হাসপাতালের বাইরেই আহতদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

লেবাননে ভয়াবহ এ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও লেবানিজ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরের গোডাউনে বহুদিন ধরে বিস্ফোরক পদার্থ মজুত রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই গোডাউনে ২০১৪ সালে বাজেয়াপ্ত করা অন্তত ২ হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।

লেবানন বা অন্য কোনও দেশ বৈরুতে বিস্ফোরণের ঘটনায় হামলার যোগসূত্র থাকার সম্ভাবনা স্বীকার না করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ভয়াবহ হামলা বলে দাবি করেছেন।