Fri. Sep 18th, 2020

জাতীয় শোক দিবসে সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন

ডেইলি বিডি নিউজঃ জাতীয় শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা যুবলীগ।

শনিবার (১৫) আগষ্ট সকাল সাড়ে দশটায় সিলেট জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ এর নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৫ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।