Sun. Oct 25th, 2020

প্রণব মুখার্জি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তার কাছে ঋণিঃ পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি বিডি নিউজঃ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতের হাইকমিশনে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ভারত রত্ন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তার কাছে ঋণি।

ড. মোমেন বলেন, আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তার সাথে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের স্বর্গ সুখ কামনা করেন। এছাড়া তিনি প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস উপস্থিত ছিলেন।