Sat. Dec 5th, 2020

৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি বিডি নিউজঃ কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলায় ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টায় কোম্পানীগঞ্জ থানার এসআই এয়াকুব হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী রোড থেকে লিটন ভিম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮০ বোতল মদ সহ গ্রেফতার করেন। তিনি উপজেলার কালাইরাগ গ্রামের মৃত অনিল ভিমের পুত্র লিটন ভিম।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।