Sat. Oct 31st, 2020

আগামীকাল জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

ডেইলি বিডি নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বৈশ্বিক নেতাদের মতো করোনাভাইরাস মহামারির কারণে ভার্চুয়ালি ৭৫তম জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দেবেন আগামীকাল (২২ সেপ্টেম্বর)।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের উপস্থিতির বিভিন্ন দিক নিয়ে অনলাইন এ বিষয়ে কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী মঙ্গলবার ভোর ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭৫তম জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী অন্যান্য উচ্চ-স্তরের অনুষ্ঠানে তার ভার্চুয়াল উপস্থিতি ছাড়াও ২৬ সেপ্টেম্বর পূর্বে রেকর্ডকৃত ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

এবারও রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘের আলোচনায় জোড়ালোভাবে উত্থাপিত রাখার জন্য বাংলাদেশ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।