Sun. Apr 11th, 2021

খালেদার সঙ্গে সিলেটের নেতাদের সাক্ষাৎ

ডেইলি বিডি নিউজঃ বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারা।

শ‌নিবার রা‌তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল কাহার শামীম, সাধারণ সম্পাদক আলী আহমেদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লোনাসহ অন্যান্য নেতারা খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহানসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।