Sun. Nov 29th, 2020

যুক্তরাষ্ট্রে জয় পেয়েছেন দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য

ডেইলি বিডি নিউজঃ যুক্তরাষ্ট্রে জাতীয় নির্বাচনে আবারও কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী ইলহান ওমর ও রাশিদা তালিব।

৪১ বছরের ইলহান সোমালিয় বংশোদ্ভূত। অন্যদিকে ৪৪ বছর বয়সী রাশিদা ফিলিস্তিন বংশোদ্ভূত। দুইজনই জো বাইডেন নেতৃত্বাধীন ডেমোক্রেট দলের প্রার্থী।

ইলহান ওমর মিনেসোটা জেলায় ৯৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে পরাজিত করেছেন। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ইলহান।

অন্যদিকে মিশিগানের রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে আবারও জয় পেয়েছেন রাশিদা তালিব।