Thu. Nov 26th, 2020

বঙ্গবন্ধুর সমাধিতে ৬ অতিরিক্ত আইজিপির শ্রদ্ধা

ডেইলি বিডি নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ অতিরিক্ত আইজিপি।

রোববার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিরা হলেন, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, এসএম রুহুল আমিন, মলিক ফখরুল ইসলাম, কামরুল আহসান, মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুক।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ উপস্থিত ছিলেন।