বটেশ্বর থেকে দুই নাইজেরিয়ান নাগরিক আটক

ডেইলি বিডি নিউজঃ সিলেটের বটেশ্বর থেকে ভূয়া পাসপোর্ট, ভিসাসহ দুই নাইজেরিয়া নাগরিককে আটক করেছে র্যাব-৯।
রোববার রাত ১টায় র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বটেশ্বর বাজার থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে ১টি বিমান টিকেট, ১টি ড্রাইভিং লাইসেন্স ১টি, ভারতীয় রুপি ৪৩২০, নগদ বাংলাদেশি ১৩০০ টাকা, মোবাইল ২টি, সীম ২টি জব্ধ করা হয়।