এমসিতে সংঘবদ্ধ ধর্ষণ, ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে

ডেইলি বিডি নিউজঃ সিলেটের এমসি কলেজ ছাত্রবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামীদের ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে।
রবিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,এই মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হবে।
এর আগে গত ১ ও ৩ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ মামলায় গ্রেপ্তার ৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৭ টার দিকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।