কোম্পানীগঞ্জের নভাগীতে ৪৬৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার মাদক কারবারি

ডেইলি বিডি নিউজঃ কোম্পানীগঞ্জের নভাগী এলাকা থেকে ৪৬৫ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার জমির আলী (৪৫) উপজেলার নারাইনপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯ এর অধিনায়ক মো: শরীফুল ইসলাম ও এএসপি ওবাইনের সমন্বয়ে র্যাবের একটি চৌকস দল শুক্রবার ভোর ৫টায় বিদেশী মদসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আসামীকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।