লন্ডন থেকে ১৫০ যাত্রী সিলেটে

ডেইলি বিডি নিউজঃ নতুন ধরনের করেনাভাইরাস ছড়ানোর শঙ্কা নিয়ে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নেমেছেন ১৫০ জন যাত্রী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় যাত্রীবাহী বিমানটি সিলেটে আসে। যাত্রীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে সিলেট ওসমানী বিমানবন্দরে থাকা স্বাস্থ্য বিভাগের একটি দল।
তবে যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে তাদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জৈন্তা বার্তাকে বলেন,লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি ২০২ ফ্লাইটে করে ১৬৬ জন যাত্রী এলেও সিলেট নামেন ১৫০ জন। বাকীরা ঢাকা যাবেন।