Sun. Mar 7th, 2021

কানাইঘাট থানার নতুন ওসি তাজুল ইসলাম

কানাইঘাট প্রতিনিধি::সিলেটের কানাইঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করছেন তাজুল ইসলাম। এর আগে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিসাবে ২ বছর কর্মরত ছিলেন।

জানা যায়, সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী শাখা থেকে তাকে গতকাল শুক্রবার তাজুল ইসলামকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের আদেশ দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার রাতের দিকে তাজুল ইসলাম স্যার থানায় যোগদান করবেন।

প্রসঙ্গত যে, গত ২৪ ডিসেম্বর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এসএমপিতে বদলী হন। তার বদলী হওয়ার ৮ দিন পর তাজুল ইসলাম নতুন ওসি হিসাবে যোগদান করলেন।