Mon. Mar 8th, 2021

ইংল্যান্ড ফেরত যাত্রীদের সেবায় সিলেট মেট্রোপলিটন পুলিশ

ডেইলি বিডি নিউজঃ আজ সোমবার ৪ জানুয়ারি দুপুর ১২.টায় বাংলাদেশ বিমান ফ্লাইট(BG -202) যোগে ৪১ জন যাত্রী ও একজন বাচ্চাসহ ৪২জন যাত্রী ইংল্যান্ডের লন্ডন হতে সিলেট বিমানবন্দরে আগমন করেন।

পরবর্তীতে বিমানবন্দর হতে ০২টি বিআরটিসি বাস যোগে কোতোয়ালি মডেল থানাধীন দরগাহ গেইটস্থস্টার প্যাসিফিক এবং হোটেল হলি গেইট এ চলমান করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাইন’র উদ্দেশ্য পৌঁছানো হয়। পুলিশ কমিশনারের নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাঁদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছে।

ভাড়া নির্ধারণের বিষয়ে বিদেশ থেকে আগত যাত্রীরা হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। প্রবাসীদের বহনকারী বিআরটিসি বাস থেকে শুরু করে প্রতিটি হোটেলে যাত্রী নিরাপত্তায় এসএমপি’র অফিসার ফোর্স মোতায়েন রয়েছে।