বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মহানগর আ.লীগের শ্রদ্ধা

ডেইলি বিডি নিউজঃ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উভয় শাখায় ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
এতে দলটির সভানেত্রী শেখ হাসিনার সায় ছিল।
পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর আজ শনিবার সিলেট মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা ঢাকার ধানমন্ডি-৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।