Thu. Jan 21st, 2021

সিলেটের গোয়াইনঘাটে পুকুরে ভেসে উঠল পুরুষের লাশ

ডেইলি বিডি নিউজঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজার জামে মসজিদের পুকুরে ভেসে উঠল এক অজ্ঞাত ব্যক্তির লাশ। বুধবার (১৩ জানুয়ারি) ফজর নামাজ শেষে মুসল্লিরা পুকুরে দেখতে পান লাশটি ভেসে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডৌবাড়ী ইউনিয়নের বরইতলা গ্রামে মঈন উদ্দিন ছেলে নুরুল আমিন (১৮)।

আত্মীয় স্বজনের নিকট থেকে জানা যায় ছেলেটি ফতেপুর বাজার আল-মদীনা রেস্টুরেন্টে কাজ করতো। সোমবার (১১ জানুয়ারি) আনুমানিক সকাল ১০ঘটিকায় ছেলেটি তার জামা ও সাবান কেস নিয়ে গোসলে যায়। দীর্ঘক্ষণ পরেও ছেলেটি হোটেলে ফিরে না যাওয়ায় হোটেল মালিক আমির উদ্দিন তার খোঁজে আসেন। তিনি এসে সাবান কেস ও পেন্ট দেখতে পান।

পরে তিনি বাড়িতে খবর দেন। আত্মীয় স্বজনরা তিনদিন যাবত খোঁজা খোঁজি করছেন। ফজরের নামাজের পর মসল্লিগণ নামাজ পড়ে বাহির হয়ে দেখতে পান একটি লাশ ভেসে আছে মসজিদের পুকুরে।

৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে লাশটি উদ্ধার করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, সকালে লাশটি মিলেছে খবর পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পোস্টমর্টেমের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়।