সততা ফ্রেন্ডস্ সোসাইটির সহ সাংঘটনিক সম্পাদক জাহেদুল ইসলাম এর বিদায় সংবর্ধনা

ডেইলি বিডি নিউজঃ সততা ফ্রেন্ডস্ সোসাইটির সহ সাংঘটনিক সম্পাদক জাহেদুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সততা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি দিলওয়ার হোসেন খোয়াজের সভাপতিত্বে, সহ সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনা পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন কবির আহমদ। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিবিদ ও সমাজ সেবক এডভোকেট সালেহ আহমদ হীরা, বিশেষ অতিথি তরুণ সমাজ সেবক ও রাজনৈতিবিদ সিতার মিয়া,বিশিষ্ট মুরব্বি আব্দুল ওয়াহিদ মনির,সিলেট দিগন্তের ব্যাস্তাপনা সম্পাধক ও মাসিক দক্ষিণ সুরমা দর্পণের সিনিয়র রিপোর্টর সাহেদ আহমদ, হাজ্বী মছব্বির আলী ফাইন্ডশনের সভাপতি মোঃ আলী হোসেন, সততা ফ্রেন্ডস সোসাইটির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন হৃদয়,সহ-সভাপতি আজির উদ্দিন, সাংঘটনিক সম্পাদক আনোয়ার হোসেন আলী সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল যুগ্ম সম্পাদক নুরুল হোসেন প্রচার সম্পাদক আব্দুস সালাম, সদস্য বাহা উদ্দিন তারেক, মিজান উদ্দিন রাফি, তরুন সমাজ সেবী হানিফ আলী, হুমায়ুন আহমদ, আলী হোসেন ফুছন,তরুণ ব্যাবসায়ী সোহেল, রিয়াজ উদ্দিন, সইদুর রহমান,সুয়েব আহমদ, সাইদুল ইসলাম,এবং সামাজিক, রাজনৈতিক, ও সাংস্কৃতিক সংঘটনের, নেত্রীবৃন্দ সহ এলাকার বিশিষ্টজন