Mon. Apr 12th, 2021

করোনায় যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ১৮২০ জনের মৃত্যু

ডেইলি বিডি নিউজঃ যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দেশটিতে করোনায় মারা গেছে ১৮২০ জন।

এর আগের দিনও দেশটিতে রেকর্ডসংখ্যক তথা ১৬১০ জন মানুষ করোনায় মারা যায়।

প্রতিদিনই যেন আগের দিনের রেকর্ড ভাঙছে। দ্য মিরর ডট কো ডট ইউকের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৯৩ হাজার ২৯০ জন। এর মধ্যে গত সাত দিনেই মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। এখন বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুহার যুক্তরাজ্যে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৫ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৫১৯ জন।