Sun. Apr 11th, 2021

জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত নজরুল ইসলাম পিপিএম, শ্রেষ্ঠ অফিসার গোয়াইনঘাটের ওসি

ডেইলি বিডি নিউজঃ সকল ক্যাটাগরিতে সিলেট জেলায় আবারো শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম।

বুধবার (২০ জানুয়ারি) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২০ সালের ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় তাঁকে ৭ম বারের মতো সকল ক্যাটাগরীতে সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত করেন।

এছাড়া গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদকে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে ৮ম বারের মতো পুরস্কৃত করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধারের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় রায় ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই খালেদ আহমদ।