Sun. Apr 11th, 2021

পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ফলিককে পরাজিত করে নতুন সভাপতি ময়নুল

ডেইলি বিডি নিউজঃ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিককে পরাজিত করে নতুন সভাপতি হয়েছেন ময়নুল ইসলাম।

সোমবার (১ ফেব্রুয়ারি) ত্রি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক নেতৃত্ব হারান।

সোমবার রাত ১টায় ফলাফল ঘোষনা করেন সহকারী নির্বাচন কমিশনার সাইদুল ইসলাম। এতে নতুন সভাপতি নির্বাচিত হন ময়নুল ইসলাম।

এর আগে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক এ সভাপতির বিরুদ্ধে।

এজন্য সংগঠনের সংবিধান অনুযায়ী ২৬ গ এর ধারায় বহিস্কার করা হয়েছিল সেলিম আহমদ ফলিককে। কিন্তু এই বহিস্কার মেনে নেননি ফলিক। অবশেষে গতকাল সোমবার সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব হারান তিনি।