Sun. Apr 11th, 2021

সম্মুখ সারির যোদ্ধা হিসেবে টিকা নিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার

ডেইলি বিডি নিউজঃ সম্মুখ সারির যোদ্ধা হিসেবে টিকা নিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মো. গুলজার আহমদ হেলাল। বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় জেলা পুলিশ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।

ভ্যাকসিন নেওয়ার পর তিনি জানান ,অস্বাভাবিক কোনো কিছু অনুভব করছি না। সকলকে আশ্বস্ত করতে চাই, এই টিকা নিতে ভয়ের কিছু নেই। সকলেই নির্ভয়ে টিকা নিতে পারবেন।

করোনার টিকা গ্রহণের পর আত্মবিশ্বাস বেড়ে গেছে। শরীরেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। একই সঙ্গে, টিকা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে তিনি তার সহকর্মীবৃন্দসহ সকলকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষেদের প্রথম টিকা গ্রহণকারী হিসেবে তিনি বলেন, ‘মানসিক শারীরিকভাবে আমি পুরো সুস্থ আছি। আগের চেয়ে বরং ভালো আছি। কারণ টিকা দিয়ে করোনার ভয় অনেকটা কেটে গেছে, বেড়েছে আত্মবিশ্বাস।

প্রসঙ্গত করোনা মহামারীর শুরুতে তিনি গরবী দু:খী মেহনতি মানুষের পাশে ছিলেন।