Sun. Apr 11th, 2021

অপেক্ষা

অপেক্ষা
সামাদ আলম কাওছার

অপেক্ষা, ছোট্ট নাম
একটি সুতোয় গাঁথা
স্মৃতির ডালে এমন কিছু
সুখ-দুঃখ লেগে থাকা!

অপেক্ষা, তোমার কোলে
মাথা রেখে জোঁসনামাখা
আলোকিত মুখ খানি দেখার,
শেষ হবে কবে এই হাহাকার?

অপেক্ষা, নেই কোন শেষ
সেই আদিকাল থেকে শুরু
যার আছে কি নাই
অজানা কোনো রেশ।

অপেক্ষায়, তোমাকেই রেখেছি
তোমাকেই সাজিয়েছি সোনাবন্ধু
আমার ভালোবাসার অনন্তে
তোমারি অজান্তে প্রিয়।