Sun. Apr 11th, 2021

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেট জেলা যুবলীগের কর্মসূচি

ডেইলি বিডি নিউজঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা যুবলীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে রোববার (৭ মার্চ) সকাল ১১ টায় জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় যোগদান।

এসকল কর্মসূচিতে জেলা যুবলীগের সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ।

এছাড়া সিলেট জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালনের নির্দেশনা দেয়া হয়।