Mon. Apr 12th, 2021

জাতির পিতার প্রতিকৃতিতে সিলেট মহানগর কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন

ডেইলি বিডি নিউজঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে সিলেট মহানগর কৃষক লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বুধবার সকাল ১১ টায় সিলেট মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলুর নেতৃত্বে মহানগর
কৃষক লীগের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর নেতাকর্মীকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রাঃ)মাজারে মিলাদ মাহফিল ও দুস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় মহানগর কৃষক লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।